Poem Writing




কবিতা লিখন




লিখনমালা






স্বপ্ন

জীবন মানেই স্বপ্নের ঝুরি,
স্বপ্নের গাঁথা মালা,
স্বপ্নের মাঝেই জীবন গড়ি,
জীবন যুদ্ধ খেলা।
স্বপ্নের দেশে জীবন বেশে
ভাসাই সুখের ভেলা,
স্বপ্নের শেষে স্বপ্নের খোজে
কাটাই সারাটা বেলা।।
১৭।০৮।২০১৬







কথা

কথা কম বলে তবে
শোনে মনোযোগে
কর্মক্ষেত্রে নেতা হবে
বিনা অভিযোগে।

কথায় কথায় কত কথা
কথায় কয় কথা কম,
কত কথনে কাব্য কবিতা
কখন কবি কথা কন!
২৩।০৮।২০১৬






সফলতা

কাব্যরস নেই আমার মাঝে
তাই হতে পারিনি কবি,
মোহ ছিলনা সম্পদের খোঁজে
তাই হতে পারিনি ধনী।
পাইনি ভেবে জীবনের মানে
হতেও পারিনি জ্ঞানী,
জীবন পেয়েছি স্রষ্টার দানে
তিনিই করেছেন ঋণী।
স্রষ্টার সন্তুষ্টি অর্জনে
চূড়ান্ত সফলতা জানি।
০৭।০৭।২০১৭






বিভ্রান্তি

দেখি আকাশ মিশেছে দূর সীমানায় -
যাই সেথা ছুটে,
আকাশ চলে যায়, রেখে ছলনায়,
ঠিক ততদূরে।
২৪।০২।২০১৬






ধ্যানপ্রাপ্তি

ধ্যনেই জ্ঞান,
সেই জ্ঞানে পাই স্রষ্টা মহান,
তার দয়ায় হয় আত্মশুদ্ধি,
তবেই আত্মতৃপ্তি, তাতেই মহাশান্তি।
০৯।০৭।২০১৭






আক্ষেপ

আক্ষেপ করে বলেছিলেন কবি
কবে তোরা মানুষ হবি?
এখন আরো আজব সবি
কবে তোরা সামাজিক হবি!
২৮।০৮।২০১৬






শুদ্ধাচার

প্রকৃতির সাথে অপ্রকৃতি মিশে
জগাখিচুরী হয়েছে,
তাই খেয়েই সবাই মিছে
অন্নাভাব ভুলেছে।
স্বাধীনতার নামে পরাধীনভাবে
পুরোটা জীবন কেটেছে,
আধুনিকতার নামে সবে
সরল জীবন ভুলেছে।
বলবো পেলে আধুনিক দেবে
অন্নদামঙ্গল পাল্টে দিয়ে,
আমার সন্তান যেন বেরে ওঠে
সূবর্ণ সবুজের মাঝে।
২৪।০৮।২০১৬