Lekhon Mahmud at Bishwo Shahitto Kendro Madaripur Prize giving ceremony 2007 |
On July 28, 1988, the full moon night at 21.05 was born in the maternal house in Char Bamundi village under Madhukhali thana of Faridpur district. Although the origin of Madaripur district or permanent resident in Panichatra, Madaripur. After completing BSc. in textile engineering join as a production coordinator at Smart Jeans Ltd. in Chittagong. Two months later got a promotion as Associate Plant Manager in Wet & Dry Processing Plant. But now living as a Professional Freelancer & work for Social Development.
From childhood to the literary-cultural transit of his father, due to his father being a cultural person. In addition to the involvement of local cultural and voluntary organizations in the secondary school, several stories and poems were published in local newspapers & magazines, although writings were written at the hobby, currently, the focus is on research writing. Beginning in the edit by editing of a little magazine titled "Usha", published in 2007 by Madaripur branch of World Literature Center. Respective medal as a volunteer also matched. Currently, is responsible for organizing the World Literature Center Madaripur branch.
১৯৮৮ খ্রিস্টাব্দে ২৮ জুলাই পূর্ণিমা রাত ২১.০৫ মিনিটে ফরিদপুর জেলার মধুখালী থানার বামুন্দি গ্রামে মাতুলালয়ে জন্ম, যদিও পৈতৃক নিবাস বা স্থায়িভাবে মাদারীপুর জেলার পানিছত্র এলাকার বাসিন্দা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -এ স্নাতক শেষে চট্টগ্রামে স্মার্ট জিন্স লিমিটেডের উৎপাদন সমন্বয়কারী হিসেবে যোগদানের চার মাস পর ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেসিং প্ল্যান্টে অতিরিক্ত ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি হয়। তবে বর্তমানে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি পেশাদার ফ্রিল্যান্সার, তথ্য-যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী হিসেবে কর্মরত।
পিতা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হওয়ার সুবাদে ছেলেবেলা থেকেই সাহিত্য−সাংস্কৃতিক অঙ্গনে যাতায়াত। মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রাবস্থাতেই স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ততা ছাড়াও স্থানীয় বিভিন্ন পত্র−পত্রিকায় বেশ কয়েকটি গল্প−কবিতা প্রকাশিত হয়, যদিও শখের বসেই লেখা−লেখি, তবে বর্তমানে গবেষণাধর্মী লেখালেখিতেই মনোযোগ বেশী। বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারিপুর শাখা থেকে ২০০৭ খ্রিস্টাব্দে প্রকাশিত "ঊষা" নামের সাহিত্য পত্রকা সম্পাদনার মধ্য দিয়ে সম্পাদনায় হাতে খড়ি। স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা পদকও মিলেছে। ২০০৪ খ্রিস্টাব্দে স্বেচ্ছাসেবক হিসাবে বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারিপুরে স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু, তারপর ২০০৫ খ্রিস্টাব্দে অধিনায়ক এবং ২০০৭ খ্রিস্টাব্দে সমন্বয়ক এর দায়িত্ব দেয়া হয়। বর্তমানে বিশ্বসহিত্য কেন্দ্র মাদারিপুর শাখা সংগঠক হিসেবে দায়িত্বপ্রাপ্ত। এছাড়াও ২০০৬ খ্রিস্টাব্দ থেকে টিআইবি-সনাক মাদারীপুরে স্বেচ্ছাসেবক ও ইয়েস সদস্য এবং ২০০৮ খ্রিস্টাব্দ থেকে টিআইবি ঢাকা ইয়েস-১ এ সদস্য হিসেবে সম্পৃক্ত। ২০১১ খ্রিস্টাব্দে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ ও সামাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ড বাস্তবায়ন এর লক্ষ্যে একটি সেবা-ভিত্তিক প্রতিষ্ঠান সিএলজি প্রতিষ্ঠা করা হলে, এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।