ষট শিদ্ধ

Sata Siddha




মানুষ‌: স্রষ্টার স্বরূপ।
মানুষ স্রষ্টার সৃষ্ট শ্রেষ্ঠ জীব। স্রষ্টা একমাত্র সর্বময় সর্বশ্রেষ্ঠ গুণসম্পন্ন, আর একমাত্র মানুষই স্রষ্টাগুণ ধারণে অনন্য।

জীবন‌: অস্তিত্ব ও অনঅস্তিত্বের মধ্যে পার্থক্য।
সকল জীবের মৃত্যু নিশ্চিত, তবে আত্মা শাশ্বত, কর্মের মাঝেই আত্মার অস্তিত্ব।

বাস্তবত‌া: অস্তিত্ব রক্ষা।
যার জ্ঞানের সীমা যতটুকু, বাস্তবতা তার ততটুকু।

স্বাস্থ্য‌: সমৃদ্ধ আত্মা।
প্রাণ থাকলেই প্রাণী হয়, প্রাণীর দেহ থাকে, সেই দেহ হয় সাস্থবান মোটাতাজা, তবে দেহ পচে গলে ভস্মীভূত হয়; আত্মা অক্ষত রয়। মানুষই কেবল আত্মার ধারক, জ্ঞানে হয় আত্মা সমৃদ্ধ।

সুখ‌: পরিতৃপ্ত আত্মা।
অপূর্ণ চাহিদাই অতৃপ্তির কারন। অপ্রয়োজনীয় চাহিদা পরিহার ও সর্বদা স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশেই দূর হয় অস্থিরতা, পরিতৃপ্ত হয় আত্মা।

যুক্ত‌ি‌: বিশ্বাসের দৃঢ়তা।
দৃষ্টিভঙ্গি যেমন বিশ্বাস তেমন, সে অনুযায়ী হয় যুক্তির গড়ন।


ভূইগড়│ ৯.০৭.২০১৭ খ্রি.