যার নামে এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি

MM Hafiz Memorial Public Library named after him

এম. এম. হাফিজ, সিএসপি (১৯৪০ - ১৯৬৮) ছিলেন পাকিস্তান সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তার পুরো নাম মহিউদ্দিন মাহমুদ হাফিজ, ডাকনাম বাবলু। তিনি ১৯৪০ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাফিজুল ইসলাম চৌধুরী। ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ১৯৫৯ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৬৪ খ্রিস্টাব্দে সিএসএস পরীক্ষায় সমগ্র পাকিস্তানে প্রথম হয়ে সিএসপি হিসাবে ১৯৬৫ খ্রিস্টাব্দে যোগদান করেন। চট্টগ্রাম জেলা এসিস্ট্যান্ট কমিশনার (এসি) হিসেবে কর্মজীন শরু করে ১৯৬৭ খ্রিস্টাব্দের ১৮ অক্টোবর মাদারিপুরে মহকুমা প্রশাসক হিসেবে যোগদান করেন। ১৯৬৭ খ্রিস্টাব্দে নড়িয়া, ভেদরগঞ্জ, জাজিরাতে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জীবন্ত মানুষ গাছের ডালে আটকে যায়, অনেক জায়গায় মাটিতে পোতা টিউবওয়েলও উপড়ে ফেলে। বিশেষ করে নড়িয়া থানায় জানমালের ক্ষতি হয় সবচেয়ে বেশী। দূর্গত মানুষের সেবা করতে গিয়ে মহকুমা প্রশাসক এম. এম. হাফিজ পুরাতন টিনের আঘাতে মারাত্মকভাবে আহত হন, এক পর্যায়ে টিটোনাসে আক্রান্ত হয়ে ১৯৬৮ খ্রিস্টব্দের ১৫ অক্টোবর মৃত্যু বরণ করেন। তিনি তার স্বল্পকালীন সময়ে মাদারিপুরবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এবং তার স্মৃতির স্মরণে ১৯৫০ খ্রিস্টব্দে প্রতিষ্ঠিত মাদারিপুর পাবলিক লাইব্রেরির নাম করণ করা হয় এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইবব্রেরি। ১৯৬৯ খ্রিস্টাব্দের ২১ জুন লাইব্রেরির নব নির্মিত ভবনটি উদ্বোধন করেন তার পিতা জনাব হফিজুল ইসলাম চৌধুরী।