তূর্য বাংলা শব্দ, যা সংস্কৃত তূর্ ধাতু হতে উৎপন্ন। এর আভিধানিক অর্থ প্রাচীন রণবাদ্য, রণশিঙা বিশেষ। আব্রাহামিক ধর্মীয় শেষ শিঙা অথবা ইসলামিক পরিভাষায় ইস্রাফিলের শিঙা, ইস্রাফিল ইসলাম ধর্মের চারজন প্রধান ফেরেশতার অন্যতম যিনি শিঙা বা বাঁশি বাজিয়ে প্রলয়ের সংকেত দান করবেন। উল্লেখ্য শিঙা/শিঙা [স. শৃঙ্গ >] বি. ফুঁ দিয়ে বাজানো যায় এমন শিং এর তৈরি বা শিং সদৃশ বাদ্যযন্ত্রবিশেষ। তূর্য পুরুষ বাচক নাম হিসেবে বর্তমানে বাংলাদেশে ও ভারতে প্রচলিত। এটি ভাল নাম বা ডাক নাম ও উপাধি সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে হিন্দি ভাষায় এটি (तूर्या) উচ্চারিত হয় তূরীয়া। আরবি ভাষাতেও তূর্য (تُرْجَ) শব্দটি রয়েছে, যার বাংলা অর্থ শিহরণ। অভিধান: তূর্য বি. প্রাচীন রণবাদ্যবিশেষ, শিঙা জাতীয় বাদ্যযন্ত্রবিশেষ, রণশিঙা; রণশিক্ষা ('থেমে গেল রণতুর্য': রবীন্দ্র); অন্যান্য ক্ষেত্রে: ইস্রাফিলের শিঙা, শেষ শিঙা, প্রলয়ংকরী ধ্বনি, অন্তিম বিচারের সূচনা ধ্বনি।
তূর্য (n.) - a horn sounded in war, a buglehorn; (fig.) fanfare; clarion.